তুমি কি এখনো
মেঘের গর্জনে ভয় পাও!
সন্ধ্যায় কালবৈশাখীর বজ্র-নিনাদ
ঊর্ধ্বশ্বাসে গ্রাম্য বধূর ছুটে চলায়
আশ্রয় খোঁজো আপনার মাঝে
আপনাতে গোপন রাতে
গ্রামের নির্জন আটচালাতে বধূর সাজে-
কিছুক্ষণ প্রকৃতির ভয়ে সংশয়ে।
অথবা অনেক অলস সময়
রেখেছ হাতে মাঝরাতের বৃষ্টির বুকে
আমারই জন্য একাকী গোপনে
অনেক ইচ্ছা-অনিচ্ছার একরাশ মেঘ।


গভীর রাতে বাধাহীন বর্ষণে
তোমার হৃদয়ের পাহাড় বেয়ে
গোপন ইচ্ছার ঝর্ণায় আমাকে
ভাসিয়ে দেবে অকুল সমুদ্রে -
যেখানে ভালোবাসা থাকে নির্বাক
প্রেমের আকাশে শুধুই কালো মেঘ
ধীরে ধীরে নিঃস্ব হয়ে মুখ লুকবে
আকুল-করা দীপ্তময়ী অধরা প্রেম
আমাদের হৃদয়ে-চৈত্রের প্রথম বর্ষণে।


১৭৴০৩৴২০১৮