চুরি আর চোর বড় চোর খুঁজছেন! কোথায় পাবেন!
প্রায় সব আইনি দরজা বন্ধ তাদের খুঁজতে সুপ্রিম কোর্ট-
সে তো অনেক দূর ইচ্ছা হলে যেতে পারেন –
সম্পত্তি বেচে বয়স আরো অনেক দীর্ঘ হবে
বরং যা আছে যেন না যায় খোয়া
চলুক যুদ্ধ চোরে চোরে –
চোর খুঁজে কী লাভ বৃথাই বিচার সন্ধান করা –
চোরময় দেশে।
বিচারই হেঁচকি তুলছে কামারশালায়
ষাটটা বছর পেরোলে বাঁচে পেনসান পাবে
মন্দিরে পূজার অপেক্ষায় বর্ষীয়ান বিজ্ঞরা,
জ্ঞানীরা নিঃশ্চুপ চুরি আর দূর্নীতির পাঠশালা নিয়ে
জগৎ চলছে আপন ভাবনায় ধংসের নিশানায়
চুরি আর চোর সর্বত্র- সমাজ সংষ্কৃতিতে এ অনিয়ম নয়
সব স্বাধীনতা লুকিয়ে আছে রাজনৈতিক ফাঁসে।


রাজনীতির যত চিৎকার ততই মিথ্যাচার
চুরি না করো বাধা নেই- চোর তোমাকে হতেই হবে
কতদিন সাধু হয়ে থাকবে চোরের দেশে,
বদনামি চোর শতকোটি সম্পদের ভদ্র মালিক
দিচ্ছে সাজা আইনের প্যাঁচে তাদেরই
যারা দিন রাত এক করে গড়ছে সম্পদের ইমারত।


বিচার যা জানে আইনের তা অজানা
বিচারের আগে ফয়সালা -টাকা পয়সার ফিসফিস
কারণ, চুরিতে নেই চোর- লুকিয়ে আছে আইনে
ব্যাখ্যা দেবে তাদের আইনজীবী অন্তরালের হাসিতে,
বিপদ দেখলে রাজার বাড়িতে আশ্রয় বাধ্যতামূলক
তাই চোর খোঁজা নয়- চোর সাজা বুদ্ধির কাজ।