এ জীবন চাইনি
আমার তো সত্তরটা বছর
সকাল সন্ধ্যা এই মাটিতেই কাটল-
জানি না নাগরিকত্ব কী ?
দলিল দস্তাবেজ কেউ চায়নি দেখতে


ঘুম ভাঙ্গলেই ভয়ংকর চমকানি
কানে বিদেশি কথাবার্তার আমদানি
নানা দস্তাবেজের পাঠশালা নিয়ে
হাজিরার নিদান সরকারি ফরমান।


এতদিন তো কেউ কিছু দেয়নি
গরীব শুন্য হয়নি এ দেশ তাতে,
মানবতার  লজ্জায় এখন  পাচ্ছি দান
আমাদেরই সম্পদ নানা ছলে নানা ভান
রাজনীতির পাথরে ঘষে দেখছ স্বদেশী কিনা
কিছুই না দেবার ভান রাষ্ট্র জুড়ে গরীবকে।


প্রজার কী দরকার -নেতাতেই চলবে দেশ!
তখন নানা বাহানা কেন - চলছে তো বেশ,
উন্নতির পরচা ভর্তি গরীবের ঘরে
মৃত্যু সুড়ঙ্গ কাটে অভাবের পথ ধরে
বাড়ছে সম্পদ নেতাদের বছরের অন্তরে।


বিজ্ঞাপনের বস্তায় ভরা দেশের উন্নতি
কাগজের তত্বে ঠাসা  আইনসভার বিতর্ক
দেশ ভালই আছে উন্নয়নের  ফেষ্টুনে
জানে সবাই -গরীবের অভাবেই মরণ
ভূ-ভারতে এ নূতন নয় নয়া ভরণ
নেতারা কাঁদে বাঁচার জন্য ভোট-যুদ্ধে
বার বার ছোঁয় গরীবের গোপন চরণ।


অন্ন বস্ত্র না দাও- এ ভূমিতেই জন্ম
দু-মুঠো যাচ্ছে পেটে - করে দু-হাতে কর্ম,
অন্যায় বেআইনি হলে শাস্তির কর বিধান
ছাড়তে বোলো না এ -বাসভূমির ধর্ম-
এ মাটির আকাশ বাতাস হৃদয়ের শ্বাস
কেমন এ  আইন করছে অনাচার
নিচ্ছ ভরে আমদের ধন করে চুরি,
দিচ্ছ অপবাদ -দেশ করছি বরবাদ
সে দেশে আমি এ জীবন  চাইনি।