অনেক আশায় ফেরাবো তোমায়
যখন তুমি হারতে হারতে তোমাতে শেষ,
আমাতেই থাকবে আমার ব্যাথা জড়তা
থাকবে না কোথাও তোমার আমার রেষ।


তুমি দুষ্ট আকাশের চাঁদে হারিয়েছ
তোমার বিলাসী কল্পনার ডানা,
আমি খুঁজি  হারানো বিহঙ্গের পথ
ফেরাবো তোমায় এই শুধু ভাবনা।


জানি  তুমি আমারই হবে নীরব রবে
পথ ভুলে  আর হবে না পথভ্রষ্ট,
জীবনে শুধু কান্নাকে ভালোবাসো
আসল প্রেম কখনো পাবে না কষ্ট।


ভালোবাসতে  যেমন অন্তর লাগে
লাগে শতগুণ প্রাণে মনের বিশ্বাস,
সহজ লভ্য প্রেম বিধাতার নয় দান
সে যে জীবন-দেবতার দীর্ঘশ্বাস।


প্রতিভার জ্যোতিতে হারালে মতি
সরল জীবন খেয়ালি আপন মনে,
নিজ জগৎ কাঁদে তোমারই ভুলের ফাঁদে
ভাবি ত্যাগের মঞ্চে ফেরাব কেমনে।