আবার যদি আসি ফিরে-
ঝিল ঘেরা পাহাড়ের দেশে
সবুজ বনানীর গা ঘেঁষে শুয়ে থাকা
মেঘের পাহাড়কে ভালোবেসে
সোনালী রংএ ভাসা
হে আকাশের পশ্চিমধার-
তোমাকে জানাই নমষ্কার ।


আর দিও না দেখা কাউকে
এমন করে হারানো বেদনায়
কাঁদতে হেলায় সন্ধ্যা বেলায়,
পুর্ব-পশ্চিম রাঙবে না কখনো-
লজ্জা পাবে রবির কিরণ
ভাসাবে না রঙের ভেলা
ভোর আর গোধূলি
মিলে মিশে একাকার
হে আকাশের পশ্চিমধার-
তোমাকে জানাই নমষ্কার।