অবিশ্বাসের সমুদ্রতীরে দেখলাম তুমি আলাপচারিতায়
আবেগঘন মুহুর্ত গুলোতে তুমি বড় উজ্জ্বল এমনই
লজ্বা পেয়েছিল আমার চোখের পলক,
ভিতরে লুকিয়ে থাকা ভালোলাগার বিশ্বাস-
বজ্রাঘাতে ভূপাতিত বৃক্ষের মতো আমার স্নায়ু
স্তব্ধ হয়ে দাঁড়াল ঠিক বুকের মাঝখানটায়।


হৃদ-রোগীর শেষ সম্বল বুকে হাত লাগাবার মতো
চক্ষু দুটো সজোরে চেপে সম্বিতে এলাম, কিন্ত
জীবন মূ্র্খ-বিবেককে প্রশ্ন করেনি-এ কি রকম প্রেম!


ইতিহাসের পাতায় দেখেছি অনেক যুদ্ধের ফলাফল,
বিনা যুদ্ধেই আমি পরাজিত ভালোবাসার ভিখারী-রাজা
ভীরু সৈনিকের পরাভবে হারালাম তোমাকে
নিবেদিত ভালোবাসার সীমাহীন পরম বিশ্বাসে।


ভালোবাসা থাক ভালোবাসাতেই-আর কোন প্রশ্ন নয়!
প্রেমের নদী বয়ে যাবে আবেগের স্রোতে আপনমনে
দুকুলে রয়ে যাবে চেনা-অচেনা প্রেমিক-প্রেমিকার দল
আমার মতো অনেকেই রয়ে যাবে প্রেমের রাজ্যে ব্রাত্য
তাই প্রেমের যুদ্ধে চাই না বিরহ অথবা বীরত্ব,
পারি যেন সইতে অনুশোচনা হৃদয়ের যন্ত্রণা,
আত্মহারা প্রেমকে দিও অতীত ভোলার মহত্ব-
না, ফেরায়ো না কোনদিন, ভুলেও কোনদিন
যা দিল না অনাবিল শান্তি- সেই হারানো প্রেম!


বরানগর / ০৩/০৭/২০১৭