কীসের যুদ্ধ
হে মহাদেশ!
কীসের হিসাব চাও
শিশুর মৃত্যু-মিছিলে!


চোখে পড়ে না বিভৎসতা!
বুকের পাজরে ঢাকা
সাত বছরের শিশু কন্যার
মুখে আশি বছরের লোল-লালিত্য,
জরাজীর্ণ কঙ্কালসার দেহ
ক্ষুধায় দীর্ণ মৃত্যুর মহামারী
অনাহারে ক্লিষ্ট ১৮ লক্ষ শিশু
লাইনে দাঁড়িয়ে মৃত্যুর অপেক্ষায়
বাঁচার শেষ দেহত্যাগ ।


যুদ্ধ-বিদির্ণ ইয়েমেনের আকাশ কাঁদে
অভুক্ত শরণার্থী শিশুর আর্তনাদে
লজ্জিত সভ্য মহাপৃথিবী,
নিজেই উলঙ্গ মহাদেশ -
আপন রাজনীতির থাবায় ।
মৃত্যুতে আত্মসমর্পণ করেও
মরেনি আমাল হুসেন,
অসভ্য তারা হয়ে জ্বলছে
একবিংশ শতাব্দীর সভ্য আকাশে ।


অচেনা আমাল অভুক্ত হয়ে
আজীবন বাঁচার আচ্ছাদনে
হে মহান মহাদেশ!
তোমাদেরই সভ্য পোষাকের নীচে
নগ্ন রাজনীতির ঘোমটায়
ইয়েমেননের শরণার্থী শিশু
দেখছে উলঙ্গ পৃথিবী ।