আমার যদি থাকত বয়স
করোনায় পেতাম না ভয়,
হোত বা না হোত জানতাম
জীবন জয়ের -তাচ্ছিল্য নয়।


পৃথিবী দেখার শেষ প্রান্তে আমি
আকাশ ধরার আনন্দেই সুখ,
দুপুরের সূর্যকে ভয় লাগে
সন্ধ্যা হলেই ফিরিয়ে নিই মুখ।


সামনে এগোতে লজ্জা পাই
ফিরে চলতে ভালো লাগে,
সংগ্রাম ছেড়েছে বসন বহুদিন
বিষাদ মিশেছে সুখের ভাগে।


জীবন ভালোবাসে শুধু বাঁচতে নয়
আরও কিছু চায় অজানা ভালবাসা,
মূল্য যার আরও জগৎ -ব্যাপি
মুখে না বলা বাসনার আশা।


মরণকে বলেই চলি ভয় নেই
তবু তাকে দূরে রেখেই বাঁচি,
জীবন হাঁটছে মন্থর-খাচ্ছে হোঁচট
বাঁচার-হাটে ভয়কে নিয়ে থাকি।


চলছে জীবন সুখে দুঃখে
শুনেছি অনেক দেখিনি মহামারি,
যেতেই যখন হবে তোমারই সাথে
দেখাও কেন ভয়ের বাড়াবাড়ি।


জীবন নয়গো হেথায় শাশ্বত
জানি জানি ভালই মানি
যাবার পালা সাঙ্গ হবে
তোমারই ইচ্ছা মতো।