সুদূর গ্রামে যাওনি হারিয়ে
জীবন কে বাজি রেখে ব়াঁচতে,
শহর দাপাচ্ছ নানা পরিসরে
সাবলীল নানা পেশায় হাঁটতে।


পুকুর ঘেরা গ্রামের পরিবেশ
চোখ মুখ চেনা বাইনানের বাসী,
নিত্ত নূতন কঠিন সংগ্রাম নিয়ে
হারেনি বাগনান বার্তার দাসি।


কলেজ ইউনিয়ন আর রাজনীতি
তোমাকে অনেক দিয়েছে জ্ঞান,
দারিদ্র্যের পিঠে খবরের বোঝা বেঁধে
নিজেকে করেছ খবরের অভিমান।


এ পেশাকে করেছ জীবনের নেশা
ছুটেছ কাগজের অফিস আকাশবাণী,
ক্লান্তিতে অশ্রভেজা কাতর চোখ
অদেখা স্বপ্নের আশা হয়েছে অভিমানী।


জীবনের অনেক পথ হয়েছে পার
কী যে পেলে না পেলে খবরের ফেরিওয়ালা,
সম্মান অসম্মান অর্থ অনর্থ এক রেখা
তবুও পুর্ণতা চায় জীবনের পেয়ালা।


তুমি আছ আমি আছি থাকবে অনেকে
কেউ বাড়াবে হাত কেউ দেখাবে অজুহাত,
জীবন কী চায় তোমার আমার অজানা
পৃথিবীর সর্বশেষ সাক্ষী আমাদের অশ্রূপাত।



  আমার স্নেহ ধন্য   সাংবাদিক –আকাশবাণী এবং এই সময়ের " শ্রী মহঃ মহসীন কে"