জীবন সুখের বা দুঃখের নয়
কন্টকময় রাস্তায় হাঁটা পথ,
সুখ দুঃখ যা আসছে তা দুদিনের।


আনন্দ সখের নিরানন্দ অসুখ
ভালোবাসা লোভ ঘৃণা হোল বোধ
জীবন নাচে পতঙ্গের মতো মৃত্যুর জন্য।


বেশি চেয়েছ তো মরেছো
চাইতে হবে অজান্তে  চরণের শেষ প্রান্তে
জন্ম হবে সার্থক মৃত্যুর মতো।


জন্ম মৃত্যু জীবনের পেটে ভাই বোন
চেনা নয়- দুজনেই অচেনা পথিক
শেষ দেখা নিশ্চিত পথ চলতে চলতে।


মানে খোঁজা অর্থহীন যাওয়া আসার পথে
জীবন পেয়েছে অলংকার পরার জন‍্য
মৃত্যুকে ছাড়বে কেন পথের মাঝখানে।


নদীর এপার ওপার কখনো দেখা যায়
কখনো মনে হয় অন্তহীন ভয়াবহ
তবুও ওরা আপন দোসর জীবন মৃত্যু।


বর্ধমান
০২/০৬/২০২১