নদীর স্রোতের মতো এ জীবন
মায়াময় সৃষ্টির বেদীমূলে,
জন্ম মৃত্যুর অবিরত বহমান
সৃষ্টি নদীর এ ধরণীতলে।


কদিনের পথচলা আত্মভোলা
পথিকের পথ চেনা জয়গান,
রেখে যাবে ভূবনে তার কর্মচিহ্ন
থাকবে  পড়ে জীবনের  অবসান।


যাওয়া -আসার মাঝে একটু থামা
অচেনা পথিকের শুভ পরিচয়,
কেউ থামবে মাঝে কেউ শেষে
তারই মধ্যে নূতনের হবে উদয়।


জীবনের অপর নাম অমুল্য রতন
বাঁধতে হবে তা আমূল কর্মে,
সাধতে হবে বিধাতার গান
সবার জন্যে সব সাধনার সব ধর্মে।