জন্মের দুহাতে ছোট-বড়
জীবন বিতরণের দুটো বালতি -
ফুটো নেই তাতে
উপচে পড়ার ভয় বড়টায় ।


বড়টায় কোলাহল বেশি
বাঁচার লড়াই অন্ধকারে
মৃত্যুর ভয় ভয়ানক
উপচাবে একদিন ।
ছোট শান্ত নিস্তব্ধ
আলোয় উত্ভাসিত
নিশ্চিত মনুষ্যত্বের জীবন
কপালে বাঁধা ।।


বেচারা আমি
বিচারের কাঠগোড়ায়!
প্রশ্ন-কেন আমি বড়টায়?
নয় অনুগ্রহ স্বজনপোষনতা
চাই সুযোগ
অনেক অনেক বহু ।
বাঁচার শিক্ষার জীবনের
মুক্ত আকাশের বাতাস
সম-সুযোগের আলো
ছোট বালতিতে
সাজান বাগানে নয়
জীবনের অপচয় !