আমরা বেঁচে আছি
কীটের মতো অপমানে
মানবাত্মার মর্গে মানুষের নামে,
জন্ম আছে আছে মৃত্যু
দিশাহীন লক্ষ্য শুধু
বাঁচার অঙ্গীকার তবুও-
জীবন নিয়ে ।


আকাশের সরলতা
চোখে মুখে হৃদয়ে
জীবন যেন কারো দান,
মৃত্যু শ্রষ্ঠ উপহার
আমাদের জ্ঞানেই
আমরাই তার সমাধান
বাঁচার অঙ্গীকার তবুও-
জীবন নিয়ে ।


আত্মহনন নয়
অনাবিল অবজ্ঞা সমাজের
নূতন জীবন দিয়ে যাচ্ছে
অনাবশ্যক মৃত্যুর পাহাড় ঠেলে
দারিদ্র আর অসুস্থতার
যুগ্ম যন্ত্রণার এক নূতন নিশ্বাস
শুধু বাঁচার অঙ্গীকার তবুও
জীবন নিয়ে ।