সমাজ খুব সহজেই দায়ীত্ব ঝেড়েছে
হাসপাতালের মৃত্যু শয্যায় হারিয়ে গেলাম।
বয়স আর রোগের কাঠিন্য কোনটাই ছিল না
তবু মৃত্যু হলেও কবর থেকে বলছি-
দাগ কাটা ঘটনার মধ্যে বেঁচে আছি,
সত্যের মতো রয়ে যাব পৃথিবীতে!


দায়িত্বে অবহেলার জাল হাসপাতাল
ডাক্তার,ঔষধ আর দুর্নীতির জঞ্জাল,
অর্থের পিছনে আর ছুটতে পারলাম না
নতজানু হলাম অসহায় মৃত্যুর কাছে।
কুড়ানো ছেলের গর্বে পাওয়া পিতৃত্ব
শেষ-সম্বল হারিয়ে জমি ঘর-বসত বাটি-
পিতাকে দিয়ে গেল চির-শান্তির উপহার
নিদারুণ পুত্র শোক আর ঋণের লাঠি।


মাটির নিচে আর বেশী কাঁদি না
কারণ বাঁচলেও কর দিতে হয়ত-
অন্যভাবে বিকাতে হোত আর এক জীবন!
তবু মৃত্যু হলেও কবর থেকে বলছি-
এখানে ভালই আছি
দাগ কাটা ঘটনার মধ্যে বেঁচে আছি,
সত্যের মতো রয়ে যাব পৃথিবীতে!
তোমরা কেউ কেঁদো না ভুলেও-
ভালো আছি, মাটিতে মৃত্যুতে।