এসেছ বিশ্বে বিরাট পসরা  নিয়ে
সঙ্গে নিতে সহস্র প্রাণ অকাতরে,
দিলে অনেক শিক্ষা সারা বিশ্বময়
মৃত্যুর মিছিল কথা বলে অন্তরে।


শত নামে পরিচয় তব এই বিশ্বে
কী রূপে কোথায় কোন মহাদেশে,
মৃত্যুর পদচিহ্ন রেখেছ কাদের ভালে
হে করাল ভাইরাস- ছোঁয়ার আভাষে।


জলে স্থলে আকাশে যুদ্ধ নেই
তবু মেলে না কোথাও বাঁচার অঙ্ক,
দেশ নেই জাতি নেই-নেই ধনী দরিদ্র
সবারই মনে দ্বিধাহীন মৃত্যুর আতঙ্ক।


আতঙ্ক ভুলিয়েছে জাতির ভেদাভেদ
হিংসার করাল ছায়ায় জীবন সম্প্রীতি,
থমকে দাঁড়িয়ে ধ্বংসের রাজপথে
ঘুম ছুটিয়েছে তব আগ্রাসী ভীতি।


শাসক বিরোধী এক মঞ্চে এক কথা
জীবনের মায়া ছাড়া আর নেই ভাবনা,
দোষারোপ ভুলে রাজা প্রজা মালিক শ্রমিক
মহামারীর পথে মাগছে তোমার করূণা।


চকিতে উদ্ধত হয়ে দেশ থেকে দেশান্তর
আকাশে উড়িয়ে আতঙ্কের হাতছানি,
করোনার হাতে সভ্যতার অভিশাপ
ভুলে দিয়েছ তুলে সৃষ্টি-বিনাশী বাণী।