রাত্রিকে বলতে ভুলে গেছি -আজ ঘুমায়ো না
বাসর জাগা আছে অতি নিঃশব্দে চন্দ্র সূর্যের
পাঁজির পাতায় গ্রহণ ।


রজনীগন্ধার মালায় গুঁজে দিয়েছি দুটি বেলের কুঁড়ি
যেন ভুলে খসিয়ে দিও না অথবা অজান্তে
ব্যথায় মরবে অসময়ের মিলন ।


তুমি হাসো বা কাঁদো থামবে না সমুদ্রের ঢেউ
বিরহ বিরল হবে ভালোবাসার সংসারে
যতই ঝড়ে কাঁপুক -ফুলে মৌমাছি আসবেই।


সময়ের সঙ্গে আড়ি নয় এ পৃথিবীর বন্ধন
প্রাণের ঠিক মাঝখানে সর্বদা থাকে নিঃস্বতা
অন্তর দিয়ে কাঁদলে আমাদের বুকে সে জাগবেই।


কী নেব কী দেবে থাকনা গোপনে দুজনার মনে
দেয়া নেয়া জীবনের সাধ চাঁদে কলঙ্কের দাগ
ভালোবাসায় লেখা নেই-কেউ নেবে তা মেনে।