যাবে কোথায় !পথ নেই পালাবার,
হারিয়ে যাবে পথেই রাজমুকুট ।
সেবার বিপুল উদ্মাদনাই শেষ করবে যুদ্ধে,
তোমাকে ডোবাবে অতলে ক্ষোভের সমুদ্র ।


আইন আদালত সব দপ্তর ছাড়া
পর্দার পিছনে অদৃশ্য নয়ন
তুমি ভলোবাসা পুঞ্জীভূত করছ
বিদ্বেষকে মাফকাঠি ভেবে
শাসনতন্ত্র  তোমার করায়াত্ত ভুল দর্শনে।


গাছের ডগার উচ্চতা সীমিত-
তোষামোদে অন্ধ আর বধির
তোমার বিবেকের অপরাধ
ভুলের মাশুল মালিককেই দিতে  হয়
রাজার প্রাণ জনগণের হাতে নিশ্চিত।


যাবে কোথায়!পালানোর পথ নেই
রাজা বা মন্ত্রী হও-একদিন হবে
জ্ঞাত অপরাধ তোমার নিয়তি
যার অপর নাম ধ্বংস-
ক্ষমাহীন মৃত্যুর কাছে নতজানু
বাঁচার পথ রুদ্ধ নিজ কারণেই
অযাচিত সেবকের গরিমা
আর এক নব্য জেলখানা
তোমার দ্বারে অথবা দ্বারী সেজে
ক্ষমাহীন মৃত্যু।