আবার কবিতা এই মহামারীতে
তোমাকে বিরক্ত করতে লিখি-
এমন ভাবছ কেন !


অকাল মৃত্যুর ছায়া যাদের জানালায়
আকাশের নীল লাগছে না ভালো যার
সংসারে ঋণের উল্লাস ভরা কান্না তার
তাদের ভাবনায় সাথী হয়ে গান গাই
মহামারীর দোষ খুঁজে শান্তি পাই
লিখি কবিতা তাদের ভালোবাসতে।


কদাচিৎ কখনো কখনো আসে
মহামারীর বেশ ধরে প্রকৃতির রোষ,
আমরা অনেকেই পাশ ফিরে শুই
কেউ বাঁচি কষ্টে কেউ মৃত্যুর সাথে
সাদা বিছানায় হারিয়ে যাই অজান্তে।


এমন ভাবছ কেন অহেতুক!
কবিতা লিখতে চাই -
মহমারীর হাটে তাদের হারানো কান্নার
যার স্বাদ নেই নিঃশব্দ ছন্দ ছাড়া
গন্ধ নেই প্রাণহীন জীবন ধারা,
তুমি শুধু করূণায় ভাবো অহরহ –
আমি যেন তোমাকে ভলোবেসে
তারই জন্যে লিখি মহমারীর কবিতা।