মন ভালো নেই


মন ভালো নেই-
মহামারী অতিমারী
তুমি মৃত্যুর মুখপাত্র,
আকাশে বাতাসে শবের গন্ধ
নয়ন ভেজা তৃষ্ণায় দিচ্ছ হাতে
ঠিকানা হারাবার ছাড়পত্র।


মন ভালো নেই-
তোমাকে দেখার ভয় সর্বাঙ্গে,
নীল আকাশে কালো ধোঁয়া
রাজপথ গলি মিশে গেছে
ভয়ার্ত শ্মশানের সঙ্গে।


মন ভালো নেই-
এই তো কদিন আগেই
মণীষা হেরে গেল,
মহামারীর স্রোত টেনে হিঁচড়ে
নিয়ে গেল নার্সিং হোম হাসপাতাল
শেষে শব মিছিলের ভিড়ে
কোথাও চুল্লী বা নদীর তীরে।


মন ভালো নেই-
দুঃসংবাদের মিছিল দূরাভাষে
মেঘলা আকাশের মতো ভারাক্রান্ত,
কী হবে -মা-মরা শিশুর
এমন দিনে মাতৃ-বিনে
স্বজন দেশ পরিবেশ-
জীবন ছাড়া সবই ভ্রান্ত।


মন ভালো নেই-
যদি যেতেই হবে নিকট দিনে
সব চেনা হারাবে অচেনায়
সরকারি বেসরকারি টীকা দান
বৃথাই আশঙ্কা আলোচনায়,
যেতেই হবে একদিন
আগে পিছু- জীবনের অভিধান
তাই মন ভালো নেই।


বর্ধমান
১৪/০৫/২০২১