রাজপথে হকারের জঞ্জাল
শহর বাসির বিবেকের শৃঙ্খল
চন্দ্র সূর্যের মতো প্রাকৃতিক ।
পাহাড়ের দেশে তুষার
ন্যাংটো শহরে রূপের বাহার!
এ জঞ্জাল সমাজের ফুটপাতে
অপ্রতিরোধ্য –
মানবিকতার কারণে ।


অসংখ্য মানুষের অন্যায়
অভিশাপের পাহাড় -
দূর্নীতির সুড়ঙ্গে
রাজনীতির ফোঁসফাঁস
পথচারীর নিরাপদ অভ্যাস,
নাগরিকের উদাসিনতায়
চিন্তার উদার অচলায়তন
সবার অন্তরে অহেতুক
এ জঞ্জাল অপ্রতিরোধ্য –
মানবিকতার কারণে ।


আগ্নেয়গিরির জন্ম
শিক্ষার উচ্চ শিখরে-
বাসস্থানের বিপ্লবী পোকা
কিলবিল করছে বাড়ীর মহলে
ডাক্তার-বৈদ্যি চৌকাঠের বাইরে ।
রোগীদের আত্ম-চিৎকার
“শিক্ষার দাও মুক্ত বাসভূমি-“
জমাট লাভার আস্ফালন
অথবা খসে পড়া তারার বিচ্ছুরণ
শিক্ষাব্রতীর অকাল-বোধন
এ জঞ্জাল অপ্রতিরোধ্য –
সুবুদ্ধিও শৃঙ্খলিত অপমানে
মানবিকতার কারণে ।