তুমি অচেনা নুতন অতিথি পৃথিবীর
এসেছো যেন শেষ বার শেষ যাত্রায়,
অন্ধকার নিয়ে দিগন্তের সন্ধানে
দেশ ছেড়ে মহাদেশের পরিক্রমায়।


তোমার করাল পদধ্বনি ধরণীতে
চলছে অসহায় মৃত্যুর চুম্বন
দেশ মহাদেশ নতজানু পাহাড়ের নিচে
বাঁধছে ধরা ধৃতরাষ্ট্রের আলিঙ্গন।


মানব ও পৃথিবী প্রকৃতির সম্পদ
তুমিও নির্বিকার নয় এ বিশ্ব-সংসারে,
এসো না লড়াই করি জীবনের সন্ধানে
হিংসায় দ্বেষে নয় আত্ম-অধিকারে।


তোমার কঠিন আলিঙ্গনের সমুদ্রে
যতই ভাসাও মর্মভেদী মৃত্যু ভয়,
মানব জাতি এ পৃথিবীর রূপকার
গাইব মোরা গান-বিজ্ঞানের জয়।


তুমি আসবে যাবে এই ধরণীতে
আমরা থাকব চিরন্তন মানব সম্মানে,
জীবনের অস্তিত্ব আমাদের সংগ্রাম
যতই তুমি কাঁদো ক্ষুব্ধ অভিমানে।


শেখালে জীবন ধারণের নূতন ধারা
বাঁধলে মানুষের মুখ প্রায়-মুখোসে,
শিক্ষা দীক্ষা আদব কায়দায় অদৃশ্য প্রাচীর
পথে ঘাটে সর্বদা মরণ ভয়ের উল্লাসে।