অপরাধ কোথায়! ভাঙছো কেন? -
ভেবো না বিশৃঙ্খলা ইতিহাস হবে
মানব সভ্যতার বিরল অপমান।


বিগত শতাব্দীতে দেহ রেখেছি,
মৃত্যুর পরে আসি নি ভিক্ষার ঝুলি হাতে
জাতির আসন পেতে অশ্রুপাতে,
বিবেকের তাড়নায় আকাশের নীচে
শ্রদ্ধায় কুড়িয়ে পাওয়া ভূমির সম্মান
এ ইচ্ছা-অনিচ্ছা তোমাদেরই দান
অপরাধ কোথায়-করছ কেন অপমান?


বরং এসো স্মৃতির বিকারে
উৎসব করি হিংসার ধিৎকারে
নির্বাসন দিই সমাজ-সেবার কীর্তি।
থাক তাঁরা বেঁচে ছবি হয়ে অন্তরে বাহিরে -
নিশ্চিহ্ন করে নির্ভয়ে গড়ি সমতল ভূমি
কালকের শুভ, আজকের অশুভ মূর্তি।


লজ্জায় নয় হিংসায় মারো অন্ধকারে,
সিজারের বুকে প্রতিহিংসার ছুরি নয়
রাজনীতির অন্তরালে ভাসাও স্মৃতি
বিবেকহীন সুখানুভূতির ভীতি
মিনারে থাকুক বেঁচে পাথরে-লেখা গীতি।


কালি আর ক্রেনে আমরা জীবন পাব –
বীর জননী আঁচল পেতে রাখবে সুসন্তান
ধরণীর বুকে কঠিন পাথরের বৃষ্টি
ধুয়ে দেবে অসভ্যতার অবধান
গ্লানিহীন অদেখা মূর্তির অপমান।


বরানগর ৴ ১৯৴০৩৴২০১৮