নপুংসক


সাত বছরের শিশু
বহু দূরে যার কুমারীত্ব ও নারীত্ব-
পথ রাস্তা ট্রেন বাস স্কুল তার
নিরাপদহীন বিপদ-সংকুল ঠিকানা।


গোপন জায়গায় সিসিটিভির মতো
পুরুষের কামাতুর লোলুপ হায়নার থাবা
অশান্ত সমুদ্রের নেশায় উন্মত্ত,
বিবেকহীন পিতার অন্ধ চোখে
স্ত্রী-কন্যা মূল্যহীন পাশবিক ধ্যানে
শিশুর প্রাণ নিষ্ঠুর কামনায় উদরস্থ।


তুমি শিশু নারী, কেঁদো না -
এ তোমার মৃত্যু নয়! উত্তরণ!
সমাজের বুকে রোপিত হোক
হিংস্র প্রতিবাদের বীজ-নারীর সম্মান।
আষ্টেপৃষ্টে আঁকড়ে থাকো
অপরাধীর শরীর মন পৌরষত্ব,
ভিক্ষা করো বিধাতার দান-
যেন না পায় তারা পিতার সম্মান!
তাদেরই লেলিহান কামনার পৌরষত্ব
চিরন্তন জ্বলুক -নিঃসন্তানের চিন্তায়
জন্ম নিক শোকের বাসরঘরে অহেতুক
পুরুষ নপুংসক।


26/12/2017