আমার  মায়ের অতিমারী রোগ
কিনা  জানা  নেই- বয়স আশি
হাসপাতালে ভর্তির  আগেই
জীবনের নিলাম তিন  লাখ টাকা,
হাসপাতাল নগদে কথা বলে মুখোমুখি
খেপে  খেপে টাকা  মিটলেও
রোগী হতে  ধাকে ফুলের  মতো  বাসি।


গরীবের টাকা  জন্ম নিল হাসপাতালে
নিলামে সার্থক হোল রোগীর  সেবালয়
সকালের ফুল বিকালের হাটে মৃত,
কেনা বেচা সব গেল বিফলে
আ্যম্বুলেন্সেই জীবন নিলামে গেল
সেবাহীন আর্তনাদে হাসপাতাল চত্বরে।


তবুও হাসপাতালে  চলছে সেবার  আমন্ত্রণ -
জীবন পৃথিবীর হাটে সবই প্রকৃতির সম্পত্তি
কে কখন নিলামে জিতবে হারবে সব অজানা,
তবে  নিলাম তো হবেই প্রকৃতির সম্পদ
সরকার  হাসপাতাল  ও সব খুড়োর কল !
আজীবন চলমান চিরকাল যেমন চলছে চলবে
কার কী দায় কে হিসাব রাখে দেশের ভাল-মন্দ
ভগবানের নামে প্রয়োজনে জীবন মৃত্যু যাবে নিলামে।