একরকম প্রথা ভেঙ্গেই
সেদিন তো এসেছিলে কাছে
কোন ভূমিকা ছাড়াই !


হয়েছিল নানা কথা-আলাপচারিতা
অনেক পথচলা-স্কুল,কলেজ,ইউনিভারসিটি,
একরকম প্রথা ভেঙ্গেই
দেখেছি দুজনকে দীর্ঘ দশটা বছর-
বই মেলায়,সিনেমায়,থিয়েটারে,মলে
অনেক জানা-অজানা ঠিকনায় !


প্রথা ভাঙ্গার প্রশ্ন উঁকি মারেনি
আমাদের ঘরে,বারান্দায় বা উঠানে
উভয়কেই কোন উত্তর দিতে হয়নি,
জানতেও হয়নি আমাদের কাউকে
এক যুগের একটাদিনও- প্রথাহীন কী!


আজ কী এমন হোল-
চকিতে শরতের আকাশে বৃষ্টির মতো
হাজার প্রশ্ন দুজনার মাঝে,
নতজানু হতে হবে ভালোলাগাকে
জীবনের মানে খুঁজতে হবে প্রথা মেনে !
গলি থেকে রাজপথে-
চলার মাঝে অস্ফুট মিলনের
অঙ্গীকারই কি অপরাধ?
যার নাম শুধু ভালোবাসা নয়
আর একটু বেশী -
ভালোলাগা এক অলিখিত প্রথা ।