জীবন এই রকমই
হা-হুতাশের সংগ্রামী আলো-বাতাসে
জীবন-গাছটার মাঝখান থেকে কাটা-
অস্তিত্ব নিয়ে আমরা বেঁচে আছি.
আমাদের সুখ-দুঃখ জলে মেশানো দুধ।
ঐসব অনুভব গুলো মাপতে সমাজের
কোন ল্যাক্টোমিটারই কাজে লাগবে না,
নেতা-আমলাদের জাল প্রবৃত্তির লালসায়
ওসব অক্ষম, অচল থাকবে অনন্তকাল-
কারণ ওনারা গনতন্ত্রের আবাদ চান
অর্ধ-শিক্ষিত এই দেশে, পরিবেশে।


গাছটার মরণ নেই-যত দিন গনতন্ত্রের সাধন-পর্ব জীবিত-
আগায়-গোড়ায় জল দাও বা না দাও,
আমাদের শরীরে পাতা-ফল-ফুল অনিশ্চিত।
তবু বাঁচব শোষণ-অবহেলার মাটিতে গনতন্ত্রের বীজ হয়ে
সবজীর মতো আমরা যে প্রোথিত সমাজের বাগানে।
কারণ ওনারা আছেন আমাদের চারিদিকে-
পিছনে-সামনে-উপরে-নীচে গনতন্ত্রের বৃত্তেই,
মুক্তি নেই শহীদের আগে রাজনীতির নামাবলী ছাড়া।


শিক্ষা-সংস্কৃতি আমাদের নয় ওনাদের ভূষণ,
রাজাহীন রাজনীতি ধনী-নামীর বড় শি্ল্প এখন।
স্পর্ধা আছে কি প্রতিবাদের?অথবা শহীদের?
নয়ত চলবে দশকের পর দশক
মাদকের মতো মানব-সেবার বেসাতি তাদের শোণিতে।
মনুষ্য জীবন!তুমি লজ্বা পেয়ো না-
তুমি ভাগ্যবান যে –নৈতিকতায় এখনো জীবিত,
মেকী গনতন্ত্রের- জীবন এই রকমই!