কাকে করবে ক্ষমা জগতে থাকার
বিদায় দেবে কাকে মুক্ত হেসে,
সামাজিক দুরত্বে বাঁধা লকডাউন
মানা না-মানার হিসেব নিকেশে।


বেঁচে এখনো আছি এ জীবনে
ভালো মন্দের দিকে চাই না,
মৃত্যুরও থেকে বড় মৃত্য-ভয়
না-মরে কাঁদছি মৃত্যুর কান্না।


যারা গেল আমার বা অপরের
তাদের পৃথিবী ছাড়ার যন্ত্রণা,
হঠাৎই সংক্ষেপ হোল জীবন
রইল অজানা তাদের ভাবনা।


কীসের আশায় নিচ্ছ প্রতিষোধ
মানব জাতির করছ নিধন,
কী নিয়ে ফিরবে বিধাতার ঘরে
প্রকৃতির দেয়া বিজ্ঞানের নিবেদন।


আমরাও এখানে দুদিনের অতিথি
তোমারই সঙ্গে ছেড়ে যাবো এ ধরা,
সভ্যতা রয়ে যাবে অতীত হয়ে
ভাঙ্গা-গড়া-সৃষ্টি প্রকৃতির পরম্পরা।