এক্স বান্ধবী এখন নূতন কথা নয়
পূর্ব পশ্চিমে সূর্যের মতো ওর ভালোবাসা,
মাঝে মাঝে মেঘে ঢাকলেও
নিয়মে উঠবে অস্ত যাবে- তাদের প্রেম
হতে পারে সঙ্গী অথবা বন্ধুদের বান্ধবী।


হৃদয়ে যখন প্রেম সংসার অন্য কথা বলে
সংসার তখন কয় প্রেম হীনতায়,
প্রেম আর সংসার উত্তর দক্ষিণ মেরুতে
কাকে চাও- স্ত্রী অথবা বান্ধবী!
কী চাই- প্রেম না বন্ধুত্ব?


সূর্য আর চাঁদ দুটোরই আলো আছে
একই আকাশে - দুই সময়ে,
জীবনের প্রভাত আর দুপুরের সঙ্গী
বন্ধুত্ব আর প্রেম দুই সন্ধিক্ষণের ভঙ্গি
দুটোই স্বীকারযোগ্য একই জীবনে।


একই ডালে দুটি ফুল
রূপে গুণে দু-কানের দুল
এক হৃদয়ে- তবু অনেক দূরত্ব
চেনা নয় অচেনা নয়-প্রেম আর বন্ধুত্ব।


বর্ধমান
০৫/০৬/২০২১