সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে
দেখেছি আর এক সত্য-
পৃথিবী হারাচ্ছে  সুগভীর সরলতার অন্তরাত্মা ,
নীল আকাশের মেঘ ওপারেও
মলিন ধূসরতায়-মগ্ন আপাতমস্তক
চন্দ্র সূর্যের মায়াবী স্পর্শ এখন অনেক প্রশ্নের মূখোমুখি।


সভ্যতা আর মায়ের কোলে
আদর পেতে চায় না আঁচলের নীচে
অনাসৃষ্টির উৎসব –তার শরীরের কাঁটা
পুরুষ - প্রকৃতির মধ্যে প্রেমহীনতা
ভালোবাসার কথা নেই,
আকাশ মেঘমালা নদী অরণ্য খোঁজে সর্বত্র সবুজ বন্য।


সভ্যতার কোল জুড়ে
জীবনের অশান্তি আর কোলাহল,
জ্বালা যন্তণা মৃত্যু আর ঘৃণার
সুদূর প্রসারিত আর্তনাদ !
কোথায় অরণ্য বনরাজি-
সর্বত্র সভ্যতার সৌখিন কারসাজি
ভিক্ষার অরণ্য পড়ে আছে
রূপহীন পৃথিবীর ক্ষীণ চেহারা আঁচলের এককোণে।


বিশ্বে শুধু কোলাহল –
হলাহল ভরা শোষণ পীড়ন জড়া
কৃত্রিমতা সৃষ্টি-করা অভাব অভিযোগ
ক্ষুধা দারিদ্রের জনক আমাদেরই দেশ
আইনের সেবক পৈতে ধরা নেতাদের
কুর্নিশ করে দিন রাত্রি পীড়িত জনগণ
সমুদ্রের ওপারেও দেখি আর এক পৃথিবীর চরম সত্য।