জাগ্রত মন্দিরের দেবতার মতো
কিছু কথা বোঝা যায়- অস্পষ্ট কিছু
বিশ্বাস করতে হয় অনেক না জেনেই,
অথচ অনেকেই পাচ্ছে ফসল
সেই লোভের কাতরতা- জানা নেই
কী অস্থিরতায় বাঁধা-
আসলে রাজনীতি শোষণের ভাষা
অকৃপণ ভালোবাসা- কালিমা ঠাসা।


শোষণের মন্দিরে কেউ মরতে চায় না
ঠাকুরের ফুল প্রসাদ তোমাকে নিতেই হবে,
নচেৎ মৃত্যু জীবনের যাঁতাকলে
মাঝ মরূভূমিতে তৃষ্ণার আকুলতার মতো
ভীষণ সত্য- শাঁখের করাত
জীবন মৃত্যুর মাঝে যাতায়াত
সত্য মিথ্যার অশ্রু জলে।


রাজনীতি আসলে মৃত্যুহীন মৃত্যুদন্ড
বিগ্রহ হীন মন্দিরের অফুরন্ত ভরসা
মৃতের জীবন্ত আশা গরীব ভোলানো ভাষা।