নীল আকাশের নীচে সমুদ্রের পাশে
শুভ্র-কালো মেঘের পুঞ্জিত বেদনায়,
গোপনে বিশ্রাম নিচ্ছ তাপিত ক্ষোভে
কখন কাঁপাবে আকাশ নৃত্যের মুর্ছনায়।


প্রখর গ্রীর্ষের কঠিণ তাপে
তাপিত পৃথিবীর প্রাণের স্বর
চকিত চাতকের পিয়াসী চোখে
তুমিই যেন বৃষ্টির সয়ংম্বর।


শান্ত হবে পৃথিবীর তপ্ত প্রাণ
তোমার শুভ্র-কালো রূপের খেলায়-
স্থিমিত হবে তাপের অভিযান
প্রাণ মুক্তি পাবে নৃত্যের ঝর্ণা ধারায়।


আষাঢ়ের কোন দিনে তব নুপূরের ধ্বণী
বিগলিত করুণায় প্রাণে জীবনের স্বাদ
বিরহীর মুক-প্রাণে দেবে হৃদয়ের বাণী
সবুজের কুলে কানাকানি আনন্দের সংবাদ।


ময়ূরীর পেখমে তোমার রুপসী নৃত্য
বিবাগীর প্রাণে অচেনা প্রেমের সাড়া,
খেয়ালীর কন্ঠে বেসুরো কাব্য-গাথা
নব-বর্ষার দিনে বিশ্ব নাচে তব অনুরাগে
মেঘ-মল্লার ভরা আকাশের করুণাধারা।


বরানগর / ২১-০৬-২০১৭