সময়ের মাঝে তুমি লুকিয়ে  আছো
হে অতীতের অতিথি,
না জানা জ্ঞানে হারানো অতীত
তুমিই জাগালে অন্তরে স্মৃতি।


আমি জানিনে মানিনে অতীত
জানি শুধু আজকের  আমি,
যা গেছে কালের অতল গর্ভে
সবটারই সাক্ষ্মী শুধু অন্তর্যামী।


আমি  নীরব অতিথি আজিকার
কী হবে কী রবে আগামীকাল,
অন্ধের মতো পিছনে  দেখি অন্ধকার
রাখছে  ঢাকা জীবনের অন্তরাল।


ত্রয়ী সময়ের  আকাশ দেয় আভাষ
সুখ দুঃখের ঘটনাবহুল জীবন,
কেউ রয়ে যায় কেউ চলে যায়
সময়ের ফাঁদে থাকে জীবন  মরণ।


জীবন -মৃত্যুর  মধুর বাগিচায়
নেই আবাদের কোন বাহাদুরি,
যাওয়া  আসা জীবনের  স্রোত
চেনা অচেনা শুধু সময়ের  লুকোচুরি।



রায়গঞ্জ
25/09/2019