এখন চলছে করোণার পৃথিবী যাত্রা
সব হাসপাতালই চালু ভগবানের নামে
বাড়ীর লোক খবর পাচ্ছে- রোগী ভালই,
লকডাউন তাই ফোনই ভরসা
জামা কাপড় যাচ্ছে রোগীর কাছে
সঙ্গে কিছু ঘুষও-কিছু খবরের আশায় ।


পাঁচ দিন বাদে হঠাৎ শুকনো দুপুরে বজ্রপাত
উনি ইহজগৎ ছেড়ে মর্গে অপেক্ষামান,
আত্মীয় পরিজন হাসপাতালের দরজায়
মৃত্যুর শংশাপত্রে অকাল বন্যার ঢেউ
ভর্তির দিনই জগৎ ছেড়েছেন করোণায় ।


তবে গত চার দিনের শুধু মিথ্যে আশ্বাস
দূরাভাষে সমাজে সংসারে কীসের বার্তা !
মানব জীবনের অহংকার মৃত্যুর অধিকার
এখন দেখছি শুনছি করোণার পৃথিবী যাত্রা
বাইরে কেন ঘরেই হোক চিকিৎসার সৎকার
থাক বেঁচে চিরকাল স্বর্গের হাসপাতাল ।