নূতন কিছু নয় - রোগী
আগে ও মরেছে এখনো মরবে
হাসপাতালে হাসপাতালের পথে
অথবা হাসপাতালের বাইরে ।


মড়ক মহামারী অতিমারী দেখিনি
শুনেই ভাবনার মাথা ভার ,
নারীর কলঙ্কের মতো ছোঁয়াচে
সমাজের বহু স্তরে সবার মনে।


জীবন জীবিকা হাসপাতালের মাঝখানে
সাবধানতার দড়িতে ফস্কা গিঁট বাঁধা
অসম্ভব যন্ত্রণায় বিদ্ধ বাঁচার আগ্রহ
ভয়ার্ত চেতনায় বিধ্বস্ত মৃতপ্রায়।


আতঙ্কে মানুষের সারা শরীরে মৃত্যু ভয়
সরকার ভগবান ভরসায় ঠাকুরের ঘরে,
জীবন জীবিকার কোন দিশা নেই কারো
জনতা অশান্ত উদ্ভ্রান্ত আপন অন্তরে।


এখন একটাই রোগ সব হাসপাতালে
বিশ্ব পরিচিত অজানা অচেনা “করোণা “,
দুহাত দুপায়ের তার দুর্ভেদ্য দাদাগিরি
কান মুলে দিচ্ছে শিক্ষা স্বাস্থ্যবিধির বন্দনা।