রাজা মন্ত্রী সভাসদ আপনজন নয়
কৃষক শ্রমিক মজদুর দেশময়
জীবনকে বাজি রেখে চাই সবার অঙ্গীকার
বাঁচাতে আপনাকে বাঁচাতে দেশ
পরতে হবে রাজনীতি-মুক্ত মানব-বেশ,
দ্বিধাহীন চিত্তে ভাবনার আত্মদান
শহরে গ্রামে মহামারী রুখতে সর্বত্র
ছুটতে হবে হাতে নিয়ে মানব কল্যাণে
দেশ সেবার ছাড়পত্র ।
        
রাজনীতির পসরা ফেলে
এগিয়ে চলো হাতে নিয়ে সেবা-
নিজে বাঁচার যত করবে ভয়
মহামারীর সঙ্গ তত হবে নিশ্চয়,
কী হবে অর্থ রাজনীতির রাড়াবাড়ি
রাস্তায় দাঁড়িয়ে মৃত্যুর মহামারী
তুমি জীবন নিয়ে যাবে কোথায়-
আত্মাহুতিতে খুঁজছে করোণা তোমায় ।


বিদ্বেষ রাজনীতি বাঁচার প্রীতি
এতদিন যাদের করেছ অপমান
যদি না চাও হতে বলীপ্রদত্ত,
দূর্বলেরে করো জীবন দান
করুণায় জীবন হবে মহান
হাতে নিয়ে সেবার ছাড়পত্র।