আমি তো দেখতে চাই না
তুমি ফিরে যাও
অনাবশ্যক দ্রুততায়
অপরিচিত সম্ভাষণে
এক সদ্য অতীতের গহন অন্ধকারে।
সুদূর সবুজ বনাঞ্চল ঘেরা
অস্তগত সূর্য্য একাকী
শুধু তোমাকেই আলিঙ্গন করুক
পশ্চিম দিগন্তের পাদদেশে,
শুধু কেবলই আমার চোখে
লুকিয়ে তোমার রূপের বাহারের
হোক চিরকাঙ্খিত প্রথম দর্শন
অনন্ত বিরহের অন্তিম লগ্নে
নীরব সাগ্রহে আলোর বন্ধ্যা
সাঁঝের সন্ধ্যা।


এ অন্তিম মুহূর্তে
মেঘের স্মরণ নিয়ে
বিচলিত কোরো না আমার দর্শন-
সাধের কল্পনায় আঁকা
না-দেখা অপরূপা রূপসী বসন
বঞ্চিত না হয় যেন সেই শুভক্ষণ
আলোতে আঁধারে রূপের সুবাস ঘেরা
সাঁঝ-ঘন্টায় মাতা
রজনীর স্বাগতা আপ্যায়ণ
নিঃশব্দে গোপনে আসা
আমার সাধের নীরব দিবস-মন্দা
সাঁঝের সন্ধ্যা।