স্মরণ


ভালোবাসতে দিও যখন প্রাণ চায়-
দেশ ভক্তের উপাধিতে নয়
ভালোবাসতে চাই আত্মার আহ্বানে ।
চোখে অশ্রু দিও ঘৃণার যন্ত্রণায়
জীবনের আধারে বেঁধে দিও সে বীজ
মৃত্যু তুচ্ছ করে ভালোবাসা হবে মহীরুঢ় ।


ভক্তিতে স্বার্থ-রস যবে হারাবে পথ
দেশের জয়োল্লাস মুষ্টিবদ্ধের গ্রাস
ক্ষলিত হবে আপন ধারায় ধর্মের ত্রাস।
তুমি নয় আমি নয় হীন জনগন
শুকনো মরুদ্দানে অচেনা প্রবাহ
এঁকে দেবে ভলোবাসার রাজতিলক ।


ঘৃণা নয় নহে বিদ্রোহ নয় দায়ী কেহ
বিভেদের শশানে রাজনীতির দেহ
হবে লীন ভালোবাসার অকপট মনে ।
এসো এসো নির্জনে আপনার সনে
ভেদাভেদ সঙ্কুল ভালোবাসার উপবনে
এক নয় সহস্র রূপে সবার মাঝে
এ জীবন রবে স্মরণে ।