শ্রাবণের ধারায় নামো তুমি আনন্দ
গাছের পাতা বেয়ে যেমন এমনদিনে -
বর্ষা আসে সকাল বিকাল দুপুরে
বাজুক গানের তান প্রেয়সীর সুরে


আহা! এ আনন্দ ভরা সুন্দর ভূবনে
আকুল করা জোৎস্না ধারায় এসো -
প্রাণ হবে মোর আপনি বিভোর
আঁখিতে  খুলে যাক তব রূপেরই দোর।


এ যে জীবনের যৌবন ঢালা স্রোত
দিয়েছে প্রাণে নব দিশা নব নেশা -
কালো মেঘের আকাশ ফুঁড়ে আসা বর্ষা
কথা বলুক - তব বিনুনির ভালোবাসা।


আনন্দ তুমি বাজাও বীণা অন্তরে
খালে বিলে পুকুরে ভেজা প্রেয়সীর মনে
জাগাও শিহরণ ভালোবাসার রণ-
কাঁদুক শ্রাবণে ঢাকা মোর উদাসী  মন।


শ্রাবণ- তুমি আনন্দে ভাসো অনিবার
হৃদয়ের মাঝে জাগুক প্রেয়সীর মুখ
আমি যে বহুদূরে মননের অন্তঃপুরে
কাঁদি কেবলই একা শ্রাবণের সুরে।