তখনও হিমেল বাতাস
ভরেনি সারা সকাল
নম্র মাথায় দাঁড়িয়ে আকাশ,
ঘুঘু পায়রা শালিকের দল
উড়ে আসে বসে বারান্দায়-
আমি আনমনা যেন কারো
অধীর অপেক্ষায় ছাড়ি নিঃশ্বাস।


দেরিতে ওঠা সূর্যের আলো
ভাঙ্গায়নি চোখ জুড়ে থাকা ঘুম,
অন্তরে ভাসে সুনীল মেঘের হাতছানি
পাহাড়ের কোলে রুপালি রোদের ধূম-
কালকের স্মৃতি জাগে শুধূ প্রাণে
অশ্রু ঝরায় নিদারুণ অভিমানে।


ফেরাতে তো পারবো না এ জীবনে
রয়ে যাবে শুধু আমারই হয়ে
কী হারালাম চলে যাওয়া আমার ক্রন্দনে।