তুমি, বাইরে কেন দাঁড়িয়ে !
ভিতরে যাও, ঘরে  বোস
দেখে নাও কোথায় কী আছে।
কোথায়  কেমন ভাবে  থাকবে
তোমার  পছন্দ যেন অপমানিত  না হয়।
তার  নাম  ভালোবাসা।।


পথে হাঁটছ- সামনে  দেখবে না
রোদ বৃষ্টি  আসছে আশ্রয় খুঁজবে
এতো চিরন্তন প্রথা - আত্মসম্মানের,
বিবেককে কষাঘাত নয় মন কে আয়ত্তে আনতে
দ্বিধা নয় অজানাকে ভাঙ্গতে।
তার  নাম ভালোবাসা।।


ফুলকে হাতে রেখো  - পাপড়ি  নয়
মুগ্ধ হবে  আপন প্রাণ - নিও না ঘ্রাণ,
জীবন থেমে  যাবে মৃত্যু  অতীত নয়
ঘৃণা  ঈর্ষার বন্ধু হবে -তাদের পথে একা ছেড়ো না
হাতে আলিঙ্গনের মালা দিও ফেরার সময়।
তার নাম ভালোবাসা।।


জীবন  যাদের অন্ধকারময় হাত বাড়ায়ো
আলোয় যারা উজ্জ্বল তাদের  ডেকে  নিও,
কুয়াশা কিন্তু তাদের বন্ধুত্বের মন্দির
পূজার  ছলে দিও না বাধা ওরা মৃত্যুর মতো সাদা
ওদের মিলনের সর্ত তোমার  সহযোগিতা।
তার  নাম  ভালোবাসা।।