আন্দোলনে হারিয়ে গেছে
বহু আকাঙ্খিত সত্যের নীরবতা,
মিছিলে  পদযাত্রায় নির্বাক কণ্ঠ
কেঁদে কেঁদে  আকুল সত্যের স্তদ্ধতা।


মিছিলে আছে  শুধু শয়তানের হাসি
আর্জি নেই দুঃখ যন্ত্রণার  করুণ আর্তনাদ,
দুপাশে অবঞ্জা ব্যঙ্গের দল রাশি রাশি
যুদ্ধের  দামামা  ভাইয়ের বুকে কুষ্ঠের যন্ত্রণা।


পথেই ছিলাম সহানুভুতির মালা হাতে
আন্দোলন যায় আসে -নিঃশ্বাস নেয় নিয়তি,
কিশোর থেকে প্রৌঢ়াবধি চোখে আশার মেঘ
মিছিলে দেখছে  শুধু পদযাত্রার কেরামতি।


এখনো আকাশে সূর্য্য চাঁদ গ্রহতারার
আশে পাশে নেই বিপ্লবী-মেঘের আনাগোনা,
বুঝতে পারি বিগত দিনের তারূণ্য বয়সের ভারে নূজ্ব্য
প্রাণপনে খুঁজছে গলিপথ বাঁচাতে বিবেকের আবর্জনা।