আশ্চর্য ভাবে তোমাকে খুঁজে পাই
শ্রাবণের অলিতে গলিতে
বর্ষার রাজপথে- পুকুরে নদীতে
বর্ষা-স্নাত বিনুনির আশেপাশে
তোমার আবেশ ভেজা বেশ
আমার হৃদয়-কাঁপানো শ্রাবণের রন্ধ্রে
তোমার ভালোবাসার রঙিন সুবাস।


মেঘে ঢাকা আকাশে তোমার শাড়ির রঙ
পুকুর ভেজা রাস্তায় তোমার হাঁটু ভরা জল
কপালে সিঁদুর নেই মাথায় ঘোমটার ঢল
মেঘলা বাদল সন্ধ্যা খোঁপায় রজনী গন্ধা
লাজুক আঁখির চাহনি মৃদু ঠোঁটের কাঁপুনি
দশ বছর বাদে এই শ্রাবণেরই রাতে
এখনো তোমাকে খুঁজে পাই অদ্ভুত ভাবে।


মৃত্যুতে তুমি হারিয়েছ সব- শুধুই নীরব
শ্রাবণের সুখ দুঃখ ভাঙ্গে হৃদয়ের বক্ষ
তবু আশ্চর্য ভাবে তোমাকে খুঁজে পাই।