কাছে না-পাওয়ার না-বলা যন্ত্রণা
করে শুধু নীরবে ব্যথার বন্দনা
শ্রাবণের ধারা মনে আনে বেদনার ঝরণা,
প্রেমের উৎস ভুলে যায় আপন-পর
তুমি নেই-জানি এই বাদল ঝরা রাতে
তবু কেন কানে বাজে তোমার কন্ঠস্বর!


কালো মেঘে আকাশ শীতল-করা বাতাস
একাকী মন জানালার পাশে করে হা-হুতাশ-
রেখেছে ছেয়ে বিবাগী মন বিরহের অনশন
দিন পোহালো বৃথায় গেল বাদল-ভরা দিন
তুমি-ছাড়া কেন এলো এই বরষণ!


শ্রাবণের শেষে সদ্য-তোলা ফুলের সুবাসে
মনে হোল দাঁড়িয়ে আছো পালঙ্কের পাশে
সৌখিন খোঁপাতে আধো-ভেজা রজনীগন্ধা
তুমি-ছাড়া কেন কানে বাজে তোমার নিঃশ্বাস
কেন এলো পাগল করা বিরহী এই সন্ধ্যা!


অনুরাগের স্মৃতি ক্ষণিকে বাড়ায় প্রীতি
মৃত্যু-সম বাজে প্রাণে বিরহের গীতি,
মনে লাগা ভালো বিরহে হোল কালো
রিম ঝিম বৃষ্টিপাত যেন অভিসম্পাত
কেন এলো এই তুমি-বিনা শ্রাবণের রাত!


বরানগর  / ২৫/০৭/২০১৭