জীবন যুদ্ধে হেরেও
এখনো তোমাকে ভোলা গেল না-
হৃদয়ের আয়নায়|
তুমি প্রথমাই রয়ে গেলে||


এখনো স্মৃতির থাবাগুলো সাবলীল-
তোমার কপালের বাহারি লাল টিপ
ঘামের সমুদ্রে অস্ত-যাওয়া
রবির উঁকি-মারা চিক্ চিক্
গালে টোল-খাওয়া হাসির ছলনা
এখনো ভোলা গেল না!
অনেক পথ হোল- অনেক গেল বেলা
কেউ দিল না নয়নে নয়নের দোলা
এলো না কেউ হৃদয়ের বাতায়ন পাশে
মুগ্ধ-করা কোন ভাষাহীন আভাসে
ভোলাতে সে-মুখ বি্স্মৃতির অতলে
কেউ গেল না অনুরাগের প্রদীপ জ্বেলে।
এখনো ভোলা গেল না-
হৃদয়ের আয়নায়|
তুমি প্রথমাই রয়ে গেলে!|


তুমি কখনো হারতে চাওনি বলেই
আমার জয়ের পথ বন্ধুর।
রূপের মাধুরী মেশানো মিতাভাস
তোমার সীমাহীন অনুরাগে বিভোর
স্নিগ্ধতায় মুগ্ধ আমি প্রাণের ভিতর
মেঘে ঢাকা করুণার তারাহীন আকাশ।
দিশাহীন ভাবে নিজে নিঃস্ব তোমাতে -
তোমার অপ্রতিরোধ্য প্রেম ভুলতে
বিক্প নারীর মোহ তোমারই অন্তরালে
রাখলই তোমাতে তোমাকে ভোলার সাধ,
না পেলাম অভয়ের বাণী সন্ধ্যাকালে  
কেউ গেল না অনুরাগের প্রদীপ জ্বেলে।
এখনো ভোলা গেল না-
হৃদয়ের আয়নায়|
তুমি প্রথমাই রয়ে গেলে!|


বরানগর, ২৫৴০৯৴২০১৭