উৎসবের আলো
x




আবার এসেছে উৎসব
ধনী কাঙালের ঘরে ঘরে,
কোথাও  মায়ের মুখে  হাসি
কোথাও দুঃখ হয় বাসি
যন্ত্রণা কাঁদে  গভীর অন্তরে।


অনেক হয়েছে দীনের জন্য
অনেক অনেক রয়েছে বাকি,
গরীব জানে না কারণ তার
কী মুশকিল  হোল আবার
সরকার হেসে বলে তাই নাকি?


পৃথিবীর এ আজব সংসারে
দীনের  বাঁচার  শত জ্বালা,
সর্বত্রই তোষণের বাজনা
পেতে হলে দিতে  হবে খাজনা
নইলে অমিল বাঁচার  ডালা।


উৎসব  আছে মন নেই তাতে
দীন কী করে থাকবে  ভালো,
মুখ বুজে ভালো  থাকে  ওরা
প্রাণে নেই সুখ রোশনাই ভরা
সংসারে  শুধু অভাবের  আলো।