নওগাঁর গুনের কথা কবার গেলে
শেষ হবেনা আজকা।
তবু তোমরা শুনবিন দেখা কত্তি হামি লওগার ভাষা।
হামাকেরে উপজেলা এগারোটা বা
যার সংক্ষিপ্ত নাম দিছি আমান সাধাব মুনিরা পোপ।
ইউনিয়ন সংখ্যা হলো আল্লাহর নামের 99
হামাকেরে লওগার গ্রাম আছে 2854ডা।
হামাকেরে লওগার সৌন্দর্য হলো ছোট যমুনা আত্রাই পুনর্ভবা।
তোমাকরক কি কমু লওগা ব্রিজের রুপ লিয়া এক নজরে মুগ্ধ হবিন এমন একটা জাগা।
হামাকেরে এগারো থানাত আছে এগারোটা দর্শনীয় জাগা।কুসুম্বা মসজিদ আছে মন্দা থানাত না আসা দেখপা পাবিন বিশ টাকার লোটত।
পাহারপুর বৌদ্ধবিহার বদলগাছিত যায়া। রবি ঠাকুরের বাড়ি হলো আত্রাই ছোট নদীর তীরত পতিসর গ্রামত।
ভীমের পান্টি ধামুর হাটে
দিব্যক জয়স্তম্ভ দেখপা পাবিনপত্নীতলা গেলে।
লওগা সদর আছে বলিহার রাজবাড়ি
আলতাদিঘী জগদল বাড়ী ধামইরহাটত আছে।
হলুদ বিহার বদলগাছি জমিদারের বাড়ি দুবলহাটি লগাও সদর।
বিখ্যাত ব্যাক্তির দিখে হামাকেরে লগাও আছে
জনাবতালিম হোসেন জনাব তৈয়ব উদ্দিন আহমেদ মোজাফফর হোসেন কাকি।
বাবু কুমুদ নাথ দাস আব্দুল জলিল আখতার হামিদ সিদ্দিকী। আরো যদি শুনবার চান কই তালে শুনিনি খাদ্য  মন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার কিন্তু লওগার ।
পরিচিতি হবার জন্য আছে হামাকেরে লগাও গ্রুপ। ধানে ভরা লগাও জেলা মুগ্ধ হবিন অথিতি পাখি দেখা। জবই বিল রক্তদহ বিল দেখপা লাগলে পারবিননা রুপের বর্ননা দিবা।
কয়া এত যাবেনা শেষ করা ঘুঘু ডাঙ্গা দেখা যাবিন দাওয়াত থাকলো সবার।