কত্ত কথা জমছে তারা মত্ত হয়ে রাতের বেলার রকে
সবার মতো সবাই, শুধু জবাই হবার ইচ্ছেতে ভুলবকে
আমি সেসব দেখি, এবং একি! আমি জলে জীবন মেশাই?
লজ্জা পাওয়ার কি আছে আর, এবজ্জাতি চলছিল হামেশাই


কে বলেছে ওসব খারাপ, সারাব ছিল, শুরুর থেকেই ছিল
দিক বাধা কে দিচ্ছে, তুমি গিলো, তোমার যত ইচ্ছে গিলো৷
চাটে শসার চিলতে, দেখ আমি গিলতে গিলতে ডুবে গেলাম
অনুভূতি ভোলো, দেখ, জীবনটা তো ভাণুমতির খেলা


ডিগ্রী কিছু আছে, কিন্তু বিক্রিত মাল কিনতে ওসব বেকার
যাকিছু শিখেছি আরো বাকি আছে অনেক কিছু শেখার৷
শব্দ কোথায় এল, শুধু স্তব্ধ জীবন একের পর এক কমা,
হাড়ির চালে অভাব, বাড়ির জমির কাগজ ঋণের বদল জমা,


সুদে নেওয়া টাকা, এবার প্রাইমারীতে পাকা, কিন্তু দিলে কোথায়?
ভোগ দিয়েছি দেবী, এবার যোগ দিলাম এই বিরাট অসভ্যতায়৷