না ধোওয়া অন্তর্বাস, কটা দিন আরো পরা থাক্,
তোমার এই অবহেলা প্রেম ভেবে বেড়ে উঠি আমি ছত্রাক৷
সংসার সুগন্ধি করে মাঝে মাঝে সাবানের ফেনা
তুমি চাও বারবার ফিরে আসি, ফেনা জল বলে ফিরবেনা!
তারপর দুটোদিন তুমি বড় দোটানায় থাকো,
আমাদের এজগতে ভালোবাসা দুইদিনে গড়ে ওঠা সাঁকো৷


কাচা বড় প্রয়োজন তোমার, হে ঘোরতর নারী,
মনে মনে যা থাকুক বাইরের আবরনে তুমি সংসারী ৷
সাবানের কাজ জানে ডানা মেলে ওড়া রমনীও৷
এমন বর্ধিষ্ণু রোগ দুটোদিন পালনের পরে দমনীয় ৷
তোমার আছে সুখনীড় সংসার বাঁচানোর দায় ,
তুমিতো ভালোই জানো - অবহেলাতে গুজব কতটা ছড়ায়,
সংসার বাঁচাতে চাও? খুন করে ফেল এখনি আমাকে,
দুদিন পেরিয়ে গেলে ছত্রাকই পরিবার মনে হতে থাকে৷