সেদিন এক বর্ষা সকাল
মার হাতের আলতো টোকা
কিরে আজ স্কুল যাবিনা


দেয়ালে বাজছে ন'টা
আকাশে মেঘের জটা
ঘুমোনোই মূল দাবি না


দাবি যা মেঘের কাছে
নিজের ওই পাখাটা ছের
ঝড়ে পড় আমার পাড়ায়


আমি হই তোর গুরুজী
চল আরো শিষ্য খুঁজি
খুঁজে দেখ ভিজবে কারা


দিই সবাই ছুট বলে আর
হাওয়া কম ফুটবলে আর
সবেতে জল মেখে দে


ঝিরিঝির সঙ্গে হাওয়া
সারাদিন টিফিন আওয়ার
স্কুলে আজ বনধ ডেকে দে