চোরের মায়ের গলা, সেতো আগাগোড়াই বড়৷
ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা দিচ্ছি শোনো.. যেমন ধর
তোমার মাথায় কেউ প্রতিদিন কাঁঠাল ভেঙ্গে খেয়ে
দুদিন পরে ভাবলো কাঁঠাল বড়ই একঘেয়ে,
রসিক মানুষ ভাবলে মনে চাখবে সোয়াদ বেলের
তোমারতো ভাই মাথাই নষ্ট, শুনেই ভিরমি খেলে৷
হাজারটা না একশোটা না, একটা মোটে মাথা
তার উপরেও নজর তোমার সে কি হে বিধাতা!
রাগ দেখালে তুমি, মুখ ফস্কালো ফোঁস ফোঁস,
যে ব্যাটাটা কাঁঠাল খেতো ডাক দিলো— "আয় বোস
দেশের জন্য এইটুকুতো করতে হবেই.. নাকি?
জানিস তোদের উপর আমি ভরসা কত রাখি.."
পাশ থেকে কেউ ফোড়ন দিল— "সব অকাজের ঢেকি
হুজুর যদি বলেন শালার পরোয়ানা লেখি,
দোষ করেছে হুজুর, পিলিজ ধরুন আমার শলা,"
হতেও পারে হলে এটা চোরের মায়ের গলা!